ডন সংবাদদাতা, টেকনাফ : চট্টগ্রাম থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনগামী বে ওয়ান নামের একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জাহাজটিতে আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন জাহাজের কর্মীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উদ্ধারকারী কান্ডারি-১০ টাগবোটের মাধ্যমে জাহাজটিকে পতেঙ্গায় ফিরিয়ে নেওয়া হচ্ছিলো।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হাজারখানেক পর্যটক নিয়ে বে ওয়ান নামের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে চট্টগ্রাম ঘাট থেকে ছেড়ে যায়।
দুই ঘণ্টা চলতে না চলতেই জাহাজের ইঞ্জিন ত্রুটির কারণে আগুন ধরে যায়। সেখানকার আগুন ও ধোঁয়ায় পর্যটকদেরমধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় জাহাজ সংশ্লিষ্ট সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়।
এক্ষেত্রে ৩০ থেকে ৪০ মিনিট ধরে ইঞ্জিন বন্ধ ছিলো।
ঘণ্টাখানেক পরে আগুন নিয়ন্ত্রণে আনেন জাহাজ সংশ্লিষ্টরা।
যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
বে ওয়ানের এজেন্ট প্রতিনিধি জসিম উদ্দিন শুভ জাহাজ সংশ্লিষ্ট ও পর্যটকদের বরাত দিয়ে বাঙলা কাগজ ও ডনকে জানান, ‘সাড়ে ১১টার দিকে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনে সামান্য ত্রুটির কারণে আগুন ও ধোঁয়ার ঘটনা ঘটে।’
‘ঘণ্টাখানেকেরমধ্যে ইঞ্জিনিয়ার ও জাহাজের অন্যরা মিলে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক করে।’
‘জাহাজ সম্পূর্ণ ঠিকঠাক থাকার পরেও কিছু যাত্রীর কারণে কোনদিকে যাবে তার সিদ্ধান্ত পৌঁছাতে পারে নি জাহাজ কর্তৃপক্ষ।’
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বাঙলা কাগজ ও ডনকে জানান, বিষয়টি জানার সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ডের একটি দল।
‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’