স্কুল মাঠ দখল করে প্রধান শিক্ষক করলেন গরুর খামার!

স্কুল মাঠ দখল করে প্রধান শিক্ষক করলেন গরুর খামার!

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; পাবনা : পাবনায় স্কুল মাঠ দখল করে গরুর খামার তৈরি করেছেন দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একইসঙ্গে সেখানে নিয়মিত বসছে পেঁয়াজের হাট। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষকেরা। তবে স্কুল মাঠে ব্যক্তিগত স্থাপনা তৈরির বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা।

জানা গেছে, পাবনা সদরের দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের এই জায়গায় শিক্ষার্থীদের সাইকেলের গ্যারেজ করার কথা থাকলেও সেখানে তৈরি হয়েছে গরুর খামার। শুধু তাই নয়, খেলার মাঠে নিয়মিতই বসছে পেঁয়াজের হাট।

আবার শুধু মাঠ দখলই নয়, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও।

তবে প্রধান শিক্ষকের দাবি, ‘ঊর্ধ্বতন’ কর্তৃপক্ষের পরামর্শে খামার ও হাট বসানো হয়েছে। তবে, প্রধান শিক্ষকের এমন দাবি মানতে নারাজ পরিচালনা পরিষদ প্রধান।

তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা।

উল্লেখ করা যেতে পারে, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৩ শ। 

আনোয়ার হোসেন খান স্কুলটির প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন ১০ বছর ধরে।