শেষ সময়ের গোলে রিয়ালকে রুখে দিলো আতলেতিকো
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দিলো আতলেতিকো মাদ্রিদ। প্রায় নিশ্চিত জয়ের কাছে গিয়েও মূল্যবান দুটি পয়েন্ট হারাল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয় দুই নগর প্রতিদ্বন্দ্বী। যেখানে লড়াইটি শেষ হয় ১-১ ড্রয়ে। ম্যাচে ব্রাহিম দিয়াস রেয়ালকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে সমতা টানেন মার্কোস ইয়োরেন্তে।
খেলার ২০তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। লুকাস ভাসকেস চেষ্টা করেন জুড বেলিংহ্যামকে খুঁজে নেওয়ার। কিন্তু প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল পেয়ে যান ব্রাহিম দিয়াস। ঠাণ্ডা মাথায় দুইজনের মধ্যে দিয়ে এগিয়ে গোলরক্ষকের সামনে চিপ শটে বল জালে পাঠান ভিনিসিউসের জায়গায় খেলতে নামা দিয়াস।
খেলার শেষ দিকে রিয়াল যখন জয়ের চিন্তায় দিশেহারা, ঠিক তখনই সব ওলটপালট। মেম্ফিস ডিপাইয়ের হেড পাস ডি-বক্সে পেয়ে হেডেই ক্রসবার ঘেঁষে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োরেন্তে। আতলেতিকো বাঁধভাঙা উল্লাসে মাতে।
লিগ টেবিলে অবশ্য শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৫৮। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে জিরোনা। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫০। তাঁদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আতলেতিকো।