শোক স্মরণসভায় প্রধানমন্ত্রী : ওই রক্ত বৃথা যায় নি, বৃথা যেতে দেবো না

শোক স্মরণসভায় প্রধানমন্ত্রী : ওই রক্ত বৃথা যায় নি, বৃথা যেতে দেবো না
ডন প্রতিবেদন : শোক দিবসের স্মরণসভায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ওই রক্ত কখনো বৃথা যায় নি, বৃথা যাবে না, বৃথা যেতে দেবো না। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের স্মরণসভায় সোমবার (১৬ আগস্ট) গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড প্রসঙ্গে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের খুনিদের বিচার হয়েছে। এর কুশীলবদেরও বিচার হবে। ‘সেদিন আর বেশি দূরে নয়, যেদিন এর বিচার শুরু হবে।’ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যসহ প্রায় সকল বক্তাই বঙ্গবন্ধুর খুনের ষড়যন্ত্রকারি এবং পেছনে থেকে কলকাঠি নাড়াসহ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর রাষ্ট্রক্ষমতা প্রাপ্তি, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কার প্রদান, বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ জারিসহ এ সংক্রান্ত কারণগুলোতে জিয়াউর রহমানের বিচার দাবি করেন। স্মরণসভায় বক্তব্য প্রদানকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ১৫ আগস্টে নিহত সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।