শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘের

শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন হিউম্যান রাইটস এর কমিশনার ফলকার ট্যুর্ক। এক বিবৃতিতে তিনি ছাত্র হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশে চলমান আন্দোলনে কয়েক ডজন মৃত্যু ও অসংখ্য আহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফলকার ট্যুর্ক বলেন, শিক্ষার্থীদের উপর হামলা বিশেষভাবে মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য। এই হামলাগুলোর নিরপেক্ষ, তাৎক্ষণিক ও পরিপূর্ণ তদন্ত হতে হবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে হবে।

তিনি সবপক্ষকে সংযত হবার আহ্বান জানান। আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক আইন মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন।

বিজিবি ও ব়্যাবের মতো আধাসামরিক বাহিনী মোতায়েনে শঙ্কা প্রকাশ করেন ট্যুর্ক।

শিক্ষার্থীরা যেনো কোনও প্রাণনাশ বা যে কোনও ভয় ছাড়াই শান্তিপূর্ণ মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে সেজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান জাতিসংঘের মানবাধিকার কমিশনার।

বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সমালোচনাও করেন ট্যুর্ক৷ তিনি বলেন, এই ঘটনা সমভাবে মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে সীমিত করে বিশেষ করে একটি সঙ্কটময় পরিস্থিতিতে। তিনি অবিলম্বে ইন্টারনেট চালু করার আহ্বান জানান।