শিক্ষার্থীদের এখন অন্যরা পরিচালিত করছে : এবার আরও কঠোর হোন

শিক্ষার্থীদের এখন অন্যরা পরিচালিত করছে : এবার আরও কঠোর হোন

কালাম আঝাদ'র কলাম : বৃহস্পতিবার (২৫ জুলাই) শিক্ষার্থীদের যে ৮ বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাতে এখনও আন্দোলন চালিয়ে চাওয়ার ঘোষণার সঙ্গে কিছু পাগলামি বার্তা রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের দাবি মানার পরও যখন সমন্বয়করা শিক্ষার্থীদের প্রাণ নিয়ে আর শঙ্কা প্রকাশ করছেন না, তখন তাঁদের সাহস নিয়ে ভয় হয়। কারণ তাঁদের দাবি ছিলো, কোটা সংস্কার; কোটা সংস্কার তো হয়েছে। বরং নারী কোটা রেখে যদি আপিল বিভাগ কোটাকে ৮ বা ৯ ভাগ করতেন এবং সাধারণ মেধাকে ৯১ বা ৯২ ভাগ করতেন, তাহলেও কিন্তু কিছু বলার ছিলো না। অর্থাৎ অন্তত ৯/১০ শতাংশ কোটা থাকতেই পারতো, আর সাধারণ মেধা ৯১ শতাংশও হতে পারতো। এ অবস্থায় ৯৩ শতাংশই সাধারণ মেধার ভিত্তিতে নিয়োগের রায় দেওয়া হয়েছে; যা খুবই ভালো। বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে দেশের সব জায়গায় ইন্টারনেট চালু করা খুবই জরুরি, তবে বাংলাদেশে আপাতত ফেসবুক সম্পূর্ণ অফ করে রাখুন। সময় হলে ফেসবুক চালু করা যাবে। তবে ইন্টারনেট চালু রাখুন, কারণ এটা না থাকলে দেশ বিপুলভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর অবশ্যই এখন শিক্ষার্থীদের আন্দোলন কঠোরভাবে দমন করুন।