লুঙ্গি পরা সেই বৃদ্ধকে পরিবারসহ ‘পরাণ’ দেখার আমন্ত্রণ জানালো স্টার সিনেপ্লেক্স।

লুঙ্গি পরা সেই বৃদ্ধকে পরিবারসহ ‘পরাণ’ দেখার আমন্ত্রণ জানালো স্টার সিনেপ্লেক্স।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : লুঙ্গি পরে সিনেমা হলে গিয়ে টিকিট কিনতে না পারা সেই ষাটোর্ধ বৃদ্ধকে পরিবারসহ ‘পরাণ’ সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে বৃহস্পতিবার (৪ আগস্ট) এক ফেসবুক পোস্টে এ আমন্ত্রণ জানায় সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্স তাঁদের ফেসবুক পোস্টে লেখে, ‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সঙ্গে কোনও কিছুর উপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনও নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ।’

ওই বৃদ্ধকে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে পোস্টে আরও বলা হয়, আমরা স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেমেটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তাঁর পরিবারের সঙ্গে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। 

‘এ ছাড়া আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেনো ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’

এর আগে লুঙ্গি পরে সিনেমা হলে গিয়ে টিকিট কিনতে না পারা বৃদ্ধকে খুঁজেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তাঁর সঙ্গে বসে ‘পরাণ’ সিনেমাটি দেখতে চেয়েছেন অভিনেত্রী। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ কথা জানিয়েছেন মিম। ফেসবুকের ইনবক্সে ওই বৃদ্ধের মোবাইল নাম্বার বা ঠিকানা দেওয়ার জন্য ভক্তদের প্রতি অনুরোধও জানিয়েছেন নায়িকা।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় লুঙ্গি পরে মিরপুরের সনি সিনেমা হলে গিয়েছিলেন ষাটোর্ধ এক বৃদ্ধ। উদ্দেশ্য, রায়হান রাফির ‘পরাণ’ সিনেমাটি দেখবেন। কিন্তু লুঙ্গি পরে যাওয়ায় তাঁর কাছে টিকিট বিক্রি করে নি সনি সিনেমা হল কর্তৃপক্ষ। এই ঘটনা উঠে আসে, কাউছার আহমেদ রোহান নামে এক নেটিজেনের ফেসবুক পোস্টে।

ওই বৃদ্ধের একটি ভিডিও পোস্ট করে রোহান লেখেন, ‘লুঙ্গি পরে আসার কারণে এই বৃদ্ধ লোকের কাছে টিকিট বিক্রি করে নি সনি সিনেমা হলের টিকিট সেলার। তাঁর একমাত্র অপরাধ, তিনি লুঙ্গি পরে এসেছেন। পরাণ সিনেমা দেখার জন্য হলে এসেছিলেন তিনি। এই বয়সী লোক ৩৫০ টাকা দিয়ে টিকিট কেনে সিনেমা দেখবেন, এটাই তো অনেক।’

রোহান আরও লিখেছেন, ‘এই নিয়মটা খুব হাস্যকর এবং একইসঙ্গে বিরক্তিকর মনে হলো। ইন্ডিয়ায় সব থেকে বেশি সিনেমা দেখে সাউথে। বিশেষ করে তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় এসব রাজ্যে কোনও নতুন সিনেমা রিলিজ হলে, সেখানে বেশিরভাগ দর্শক লুঙ্গি, ধুতি পরে যায়, উৎসব মনে করে। এতো বড় ইন্ডাস্ট্রিতে লুঙ্গি পরে সিনেমা দেখতে পারে, বাট আমাদের দেশে পারলো না!’