রামমন্দির উদ্বোধন করবেন মোদি : মমতার সংহতি মিছিল : ঐতিহাসিক দিনে নজরে থাকবে আর কী কী

রামমন্দির উদ্বোধন করবেন মোদি : মমতার সংহতি মিছিল : ঐতিহাসিক দিনে নজরে থাকবে আর কী কী

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ এবং আনন্দবাজার : কেউ হিন্দু জাতীয়তাবাদের জয় দেখছেন, কেউ জয় দেখছেন ভারতীয় জাতীয়তাবাদের। আজ সোমবার (২২ জানুয়ারি) ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম হতে চলেছে। যার দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আয়োজন বিশাল। তবে ভিভিআইপি অধ্যুষিত উদ্বোধনী অনুষ্ঠানকে নিরাপদ রাখতে অযোধ্যা নগরীতে বিশাল সংখ্যায় আমজনতার প্রবেশে লাগাম পরাতে হয়েছে প্রশাসনকে। গোটা অনুষ্ঠানের মধ্যমণি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অযোধ্যায় কখন কী হবে :
সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যার নবনির্মিত বাল্মীকি বিমানবন্দরে নামবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে কপ্টারে হেলিপ্যাডে পৌঁছবেন ১০টা ৪৫ মিনিট নাগাদ। ১০টা ৫৫ মিনিটে রামমন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন মোদি। বেলা ১২টার পরে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ১১টা থেকে ১২টা পর্যন্ত মোদি রামমন্দিরের ভিতরেই থাকবেন। তবে ওই সময় তাঁর কর্মসূচি সম্পর্কে কিছু জানা যায় নি। রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা’র আচার-অনুষ্ঠান শুরু হবে ১২টা ৫ মিনিটে। একটানা ৫০ মিনিট ধরে চলবে অনুষ্ঠান। ১২টা ৫৫ মিনিটে সব আচার-অনুষ্ঠান সেরে উদ্বোধনস্থল ছেড়ে বেরোবেন প্রধানমন্ত্রী। রামমন্দিরের কাছেই মোদির জনসভার আয়োজন করা হয়েছে। বেলা ১টার মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন। ২টা পর্যন্ত চলবে সভা। এরপর অযোধ্যার দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা রয়েছে মোদির।

নজরে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতার সংহতি মিছিল :
রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিল করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে পুজো দিয়ে তারপর হাজরা পার্ক থেকে মিছিলে যোগ দেবেন বিকেল ৩টায়। যাবেন গুরুদ্বার। সেখানে চাদর চড়াবেন। বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস যাবেন মিছিলে হেঁটে। মসজিদ এবং গির্জায় যাবেন। ওখান থেকে পার্ক সার্কাস ময়দান যাবেন সভা করতে। পথে রাধাকৃষ্ণের মন্দিরেও পুজো দেওয়ার কথা তাঁর।

আরও বহু মিছিল কলকাতাজুড়ে :
সোমবার অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিন শহরজুড়ে রয়েছে প্রায় ৬০টি মিছিল। ধর্মীয় মিছিল যেমন রয়েছে, তেমনই রয়েছে সাম্প্রদায়িকতা বিরোধী কর্মসূচিও। উত্তর কলকাতার একটি মিছিলে পা মেলাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরে বামফ্রন্ট বহির্ভূত বামপন্থী গণসংগঠন ‘ফ্যাসিবাদ বিরোধী’ মিছিল শুরু করবে সুবোধ মল্লিক স্কয়ার থেকে। মিছিল শেষ হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে।

কলকাতায় মোহন ভাগবত :
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান শেষ করে সোমবারই কলকাতায় আসবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সন্ধ্যায় এক সঙ্ঘকর্তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাবেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বারাসতে নেতাজি জন্মদিবসের কর্মসূচিতে যোগ দেবেন।

(নিউজের সকল সময় ভারতের সময় অনুযায়ী)