রাজশাহীতে ডিবির হাতে ৩০০ পিস ব্যথানাশক ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ডিবির হাতে ৩০০ পিস ব্যথানাশক ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; লিয়াকত হোসেন, রাজশাহী : রাজশাহীতে ৩০০ পিস ব্যথা ও চেতনানাশক ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে আরএমপি (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

আটককৃত আসামি মো. মানিক হোসেন (৩২) রাজশাহী মতিহার থানার ডাঁশমারী (পূর্বপাড়া) এলাকার নূর ইসলামের ছেলে।

বিষয়টি বাঙলার কাগজ ও ডনকে নিশ্চিত করে রাজশাহী মহানগরী ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে থেকে ট্যাপেনটাডোল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে এক ব্যক্তি অবস্থান করছে মর্মে আমাদের কাছে খবর আসে। তখন আমরা মো. মানিক হোসেন নামের ওই ব্যক্তিকে ৩০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উক্ত মাদকদ্রব্য ট্যাপেনটাডোল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে তিনি নিজ হেফাজতে রেখেছিলেন। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ সংক্রান্ত বোয়ালিয়া মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।