রাজধানিতে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

রাজধানিতে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
ডন প্রতিবেদন : রাজধানির গাবতলী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (গুলশান বিভাগ)। গ্রেপ্তারকৃতদের নাম সালমা আক্তার (টুকটুকি) এবং মো. সাদ্দাম হোসেন। অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার জানান, সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকার এসপি ফিলিং স্টেশনের সামনে থেকে ২০ হাজার পিস ইয়াবা এবং ১৭০ বোতল ফেনসিডিলসহ সালমা ও সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে কয়েকজন মাদক ব্যবসায়ি বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই গাবতলী এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গ্রেপ্তার হয় সালমা ও সাদ্দাম। তাদের জিজ্ঞাসাবাদে ২০ হাজার পিস ইয়াবা ও ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রয় করতো। দারুস সালাম থানার রুজুকৃত মামলায় গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেই জানান এ গোয়েন্দা কর্মকর্তা।