মানিক মিয়া অ্যাভিনিউতে সাটানো হলো স্টিকার, করা হলো জরিমানা

মানিক মিয়া অ্যাভিনিউতে সাটানো হলো স্টিকার, করা হলো জরিমানা
ডন প্রতিবেদন : বাংলা কাগজ এবং আওয়ার ডনে প্রতিবেদন প্রকাশিত হবার পর রাজধানীতে ইতোমধ্যেই শুরু হয়েছে কোন গাড়ি কীসে চলে, তার স্টিকার লাগানো। এরইঅংশ হিসেবে শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মালিক সমিতির উপস্থিতিতে গাড়ি স্টিকার সাটান ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এদিন করা হয় জরিমানাও। তখন ‘অন্য কোনও উপায়ে’ স্টিকার আগে থেকে লাগানো হয়েছে, কি-না তাও দেখা হয়। পাশাপাশি ভাড়া বেশি নেবার জন্য বেশকিছু গাড়িকে জরিমানা করেন আদালত। গত ৮ নভেম্বর বাংলা কাগজ এবং আওয়ার ডনে বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর পর শেষ হলো ধর্মঘট : ক্ষুব্ধ সাধারণ মানুষ আলাদা প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরও পোস্টার সাটানো নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলা কাগজ এবং আওয়ার ডন। ভ্রাম্যমাণ আদালতের অভিযোগ, ভাড়া আদায়ের ক্ষেত্রে সরকারের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা মানা হচ্ছে না। যাত্রীরা বলছেন, ঢাকার ভেতরে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে বাসের চালকের সহকারীদের খারাপ ব্যবহারের মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাঁদের। মানিক মিয়া অ্যাভিনিউতে যাত্রীদেরসঙ্গে কথা বলে জানা গেলো, ফরিদপুর থেকে ঢাকায় বেড়াতে এসেছেন পারভিন আক্তার। ৮ নম্বর বাসে গাবতলী থেকে মাকে নিয়ে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তাঁরা। তালিকা অনুযায়ী, দুজনের ভাড়া ৬০ টাকা হলেও, তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছে ১০০ টাকা। ভ্রাম্যমাণ আদালতের কাছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন পারভিন আক্তার। তাঁর অভিযোগের ভিত্তিতে ৪০ টাকা ফেরত দেওয়া হয়। আর বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে বাসটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই বাসের চালক বেলাল উদ্দিন বলেন, বাসের মালিকের নির্দেশনা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। ভাড়ার তালিকা না রাখা ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ৮ নম্বর বাস ছাড়াও কয়েকটি যাত্রাবাহী পরিবহনকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় খারাপ আচরণের শিকার : শ্যামলী থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন মো. সুজন মিয়া। তালিকায় ভাড়া সাড়ে ১২ টাকা লেখা থাকলেও, তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে ১৫ টাকা। সুজন মিয়া বলেন, ‘প্রতিবাদ করেছিলাম। বাসের চালকের সহকারী ও কন্ডাক্টর আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। গাড়ি থেকে নামিয়ে দিতে চেয়েছে।’ সুজন আক্ষেপ করে বলেন, ‘মগবাজারের একটি দোকানে সিএনজিচালিত অটোরিকশা মেরামতের কাজ করি। বেতনের টাকায় পরিবার নিয়ে কোনোমতে সংসার চলে। ভাড়া বেড়েছে, বেতন তো বাড়েনি। সংসারের খরচ কমিয়ে বাড়তি ভাড়ার টাকার ব্যবস্থা করতে হবে।’ ওমর ফারুক নামের ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমরা অর্ধেক ভাড়া দিয়ে এত দিন কলেজে যাতায়াত করেছি। এখন তারা পুরো ভাড়া নিচ্ছে।’ শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার অনুরোধ জানান তিনি। ‘যাত্রীদের কথা বিবেচনা করে শুধু জরিমানা করা হচ্ছে’ : মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা আড়াইটা পর্যন্ত সরকারের নির্দেশনা অমান্য করে বাড়তি ভাড়া আদায় ও তালিকা না রাখার অভিযোগে তানজিল পরিবহন, বিকাশ পরিবহন, স্বাধীন পরিবহন ও ৮ নম্বর বাসসহ নয়টি বাসকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীর আটটি এলাকায় বিআরটিএর এ অভিযান চলছে। বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ রুটের অনেক বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ভাড়া বেশি নিলে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেল দেওয়ার বিধান রয়েছে। তবে যাত্রীদের কথা বিবেচনা করে আমরা জরিমানা করে ছেড়ে দিচ্ছি।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, ‘ভাড়া নিয়ে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত আমরা মাঠে থাকব। যারা বাড়তি ভাড়া আদায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’