মেট্রোরেলের নিরাপত্তায় আপাতত থানা পুলিশ

মেট্রোরেলের নিরাপত্তায় আপাতত থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মেট্রোরেলের জন্য পুলিশের স্বতন্ত্র বিশেষ ইউনিট গঠনের প্রস্তাব আরও পর্যালোচনার জন্য ফেরত দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। বিশেষায়িত এই ম্যাস র‌্যাপিড ট্রানজিট-এমআরটি পুলিশ ইউনিট পরিচালনায় ৩৫৭টি পদ সৃষ্টির একটি প্রস্তাব দিয়েছিলো জননিরাপত্তা বিভাগ।

সচিবালয় সূত্রে জানা গেছে, এমআরটি পুলিশ ইউনিটের প্রস্তাব সোমবারের (২৬ ডিসেম্বর) বৈঠকে অনুমোদিত হয় নি। তবে পর্যালোচনা শেষে পরবর্তী বৈঠকে সম্মতি মিলতে পারে।

জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় প্রশাসনিক কাজে ৬০টি, এমআরটি লাইন-৬ (উত্তরা থেকে আগারগাঁও) এর জন্য ২৯৭টি পদসহ ৩৫৭টি পদ সৃজনের সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ। এর পর এসব পদ অনুমোদনের জন্য গত ২১ এপ্রিল প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হয়। কিন্তু সচিব কমিটি আরও পরীক্ষা-নিরীক্ষার পর আবার উপস্থাপনের নির্দেশনা দেয়। পরে জননিরাপত্তা বিভাগ বিষয়টি পর্যালোচনা করে ফের সচিব কমিটিতে পাঠিয়েছিলো। তবে সোমবারও প্রস্তাব অনুমোদন না করে ফের পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।

বিশেষ ইউনিটটি না হওয়ায় আপাতত থানা পুলিশ ও রিজার্ভ ফোর্স মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মেট্রোরেলের প্রতিটি স্টেশনের নিরাপত্তায় ৮ জন কনস্টেবল ও একজন কর্মকর্তা থাকবেন। 

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বাঙলার কাগজ ও ডনকে বলেন, প্রতিটি স্টেশনের জন্য একজন কর্মকর্তাসহ ৯ জন পুলিশ সদস্যের চাহিদাপত্র দেওয়া হয়েছে। তবে দুই প্রান্তের অর্থাৎ উত্তরা এবং আগারগাঁও স্টেশনের নিরাপত্তায় ২০ জন কনস্টেবল এবং একজন সিনিয়র কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।