ভারতে পি কে হালদারের ৩ দিনের রিমান্ড শুরু।

ভারতে পি কে হালদারের ৩ দিনের রিমান্ড শুরু।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; নয়াদিল্লি : কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারকে গ্রেপ্তারের পর আজ রোববার (১৫ মে) তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি) ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্র বাঙলা কাগজ ও ডনকে জানায়, পি কে হালদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও দুদিন জিজ্ঞাসাবাদ চলবে। গতকাল গভীর রাতে স্পেশাল ইডি থেকে পি কে হালদারের রিমান্ড আবেদন করা হয়। আজ সকালে রিমান্ড মঞ্জুর করেন উত্তর চব্বিশ পরগনার জেলা আদালত। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সূত্র জানায়, জিজ্ঞাসাবাদকালে পি কে হালদারকে বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারে ইডি।