ভারতে কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

ভারতে কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে (৮০)।

আজ বুধবার (১৯ অক্টোবর) ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭ হাজার ৮৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন খাড়গে। অপর প্রতিদ্বন্দ্বী শশী থারুর (৬৬) পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।

সোমবারের ভোটে, ‘গান্ধী-অনুমোদিত’ প্রার্থী হিসেবে পরিচিত খাড়গে ৯০ শতাংশ ভোট পেয়েছেন।

প্রায় ২৫ বছর পর এবারই প্রথম ভারতের প্রভাবশালী নেহেরু ও গান্ধী রাজনৈতিক পরিবারের বাইরে থেকে কোনও নেতা দলটির প্রধান হতে চলেছেন।

ভোটের ফল ঘোষণার আগেই রাহুল গান্ধী কর্ণাটকের এক সংবাদ সম্মেলনে খাড়গেকে বিজয়ী হিসেবে পরিচয় করিয়ে দেন।

নতুন নেতা নির্বাচনের পর সাবেক সভাপতি রাহুল গান্ধীর ভূমিকা কী হবে এবং তিনি নতুন নেতার অধীনে কাজ করবে না কী-না, জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘নতুন সভাপতি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

শশী থারুর নির্বাচনি প্রক্রিয়ায় ‘গুরুতর ও বড় আকারের অনিয়মের’ অভিযোগ আনেন। থারুরের প্রতিনিধি সালমান সজ পরবর্তীতে জানান, তাঁদেরকে এ বিষয়ে ‘নিরপেক্ষ তদন্তের’ আশ্বাস দেওয়া হয়েছে।

সকাল ১০টায় দিল্লির কংগ্রেস সদরদপ্তরে ভোট গণনা শুরু হয় এবং তা বেলা ১টায় শেষ হয়।