বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর পর শেষ হলো ধর্মঘট : ক্ষুব্ধ সাধারণ মানুষ

বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর পর শেষ হলো ধর্মঘট : ক্ষুব্ধ সাধারণ মানুষ
ডন প্রতিবেদন : বেসরকারি একটি সংস্থার হিসাবমতে, রাজধানীর ৯৫ শতাংশ বাস চলে সিএনজিতে। আর দেশের অন্যান্য রুটে এ হার শতকরা ৮০ ভাগ। কিন্তু যখন গ্যাসের দাম বাড়ে, তখন তো ভাড়া বাড়ানোর জন্য এক রকম মরিয়া হয়ে পড়েন বাস মালিকেরা। আবার তেলের দাম বাড়লেও ভাড়া বাড়ান তাঁরা। ফলে গাড়ি কীসে চললো, সেটা যেনো দেখার বিষয় নয়; শুধু ‘উপলক্ষ’ পেলেই ভাড়া বাড়িয়ে নিজেদের পকেট ‘লাল করেন’ মালিকেরা। অবস্থা এমন যদি হাওয়া দিয়ে গাড়ি চলতো, তাহলে পানির দাম বাড়ালেও বেড়ে যেতো ভাড়া। এমন অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যাত্রীরা। জানা গেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর বাড়তি ভাড়া আদায়ের দাবিতে গত শুক্রবার (৫ নভেম্বর) থেকে ধর্মঘট শুরু করেন বাস মালিকেরা। এর একদিন পরেই গত শনিবার (৬ নভেম্বর) থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেন লঞ্চ মালিকেরা। এ প্রেক্ষিতে বাস ও লঞ্চ মালিকদেরসঙ্গে আলোচনা করে রবিবার (৭ নভেম্বর) বাস ও লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ এবং আন্তজেলা বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ছে। আন্তজেলা বাস ভাড়া ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম শহরে চলাচলকারী বাসের ক্ষেত্রে ১ টাকা ৭০ পয়সা থেকে ভাড়া বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা এবং মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে যথাক্রমে ১০ ও ৮ টাকা। সোমবার (৮ নভেম্বর) থেকেই নতুন ভাড়া কার্যকর হবে। তবে এই ভাড়া সিএনজি চালিত বাসের জন্য প্রযোজ্য হবে না। এ ছাড়া, লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ৬০ পয়সা করে বেড়েছে। ১০০ কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ৩৫ শতাংশ এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ৪৩ শতাংশ। ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ছিলো ১ টাকা ৭০ পয়সা। এই ভাড়া বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৩০ পয়সা। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ছিলো ১ টাকা ৪০ পয়সা। যা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা। এ ছাড়াও, সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ টাকা। অবশেষে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আসার পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বাস ও লঞ্চ মালিকেরা।