বৃষ্টির প্রবণতা থাকবে কয়েক দিন

বৃষ্টির প্রবণতা থাকবে কয়েক দিন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : রাজধানীসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে রোববার (২ অক্টোবর) ভোরে রাজধানীতে তুমুল বৃষ্টিপাতের কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েন ঘরের বাইরে যাওয়া মানুষ। বিভিন্ন স্থানে পানি জমে যাওয়াসহ গণপরিবহন সঙ্কট ছিলো সকালের চিত্র।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সিনপটিক অবস্থার বিবরণে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ পূর্ণ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পাশাপাশি সামান্য হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রাও।