ভারতীয় কোম্পানির ওপর প্রথমবারের মতো মার্কিন বিধিনিষেধ

ভারতীয় কোম্পানির ওপর প্রথমবারের মতো মার্কিন বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ভারতীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তিবালজি প্রাইভেট কো. লিমিটেড নেটওয়ার্ক নামে মুম্বাইভিত্তিক বেসরকারি তেল কোম্পানিটি ইরান থেকে লাখ লাখ ডলারের জ্বালানি তেল আমদানি করেছে বলে অভিযোগ। পরবর্তী সময়ে সেই তেল চীনের কাছে বিক্রি করা হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের ইংরেজি দৈনিক দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইরানের তেল ও তেলজাত পণ্য বিক্রি সীমিত করতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতিবদ্ধ, তা এক বিবৃতিতে আগেই জানিয়েছিলেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ব্রায়ান নেলসন। কারণ কয়েক মাস ধরে আলোচনা সত্ত্বেও তেহরান এখনো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি কার্যকর করে নি। এরই ধারাবাহিকতায় ইরানের জ্বালানি তেল ও তেলজাত রাসায়নিক রপ্তানি বন্ধ করতে বৃহস্পতিবারই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এমনকি ইরানের তেল ও তেলজাত পণ্য বিক্রির সঙ্গে জড়িত চীন, সংযুক্ত আরব আমিরাত, হংকং, ভারত ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানিকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

সম্প্রতি ১১ দিন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরের শেষ দিন জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করে জ্বালানির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান চাহিদা ও জোগানের মধ্যে বিস্তর ফারাকের কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি দেশে ফিরতে না ফিরতেই ভারতকে দেওয়া হোয়াইট হাউজের ‘লাল সঙ্কেত’ দেশটির জ্বালানি নিরাপত্তার প্রশ্নে এক প্রকার কুঠারাঘাত বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। জয়শঙ্করের সফরের সময় প্রসঙ্গটি না তুলে তিনি ভারতে ফেরার পরই কেনো এ নিষেধাজ্ঞা জারি করা হলো তা নিয়ে চিন্তায় পড়েছে ভারত।