বিশ্বখ্যাত শিল্পী ভ্যান গগের জন্মদিন আজ

বিশ্বখ্যাত শিল্পী ভ্যান গগের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বিশ্বখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগের (১৮৫৩-১৮৯০) জন্মদিবস আজ ৩০ মার্চ। রুক্ষ সৌন্দর্য, আবেগময় সততার প্রকাশ ও সপ্রতিভ রঙের ব্যবহারে তাঁর ছবি ছিলো একেবারেই ভিন্নধারার। তাঁর আঁকা চিত্রগুলো বিংশ শতাব্দীর শিল্পকলায় সুদূরপ্রসারী প্রভাব রেখেছিলো।

তিনি ছোট বয়স থেকেই আঁকাআঁকি করতেন। কিন্তু মধ্য বিশের পরে তিনি চিত্রকর্ম আঁকা শুরু করেন। অসংখ্য বিখ্যাত চিত্রকর্ম তাঁর জীবনের শেষ দুই বছরে আঁকা। প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য, সূর্যমুখী ফুল, গমের ক্ষেত ইত্যাদি তাঁর আঁকার বিষয়বস্তুর মধ্যে ছিলো। মাত্র এক দশকে তিনি ২ হাজার ১ শ’রও বেশি চিত্র আঁকেন, যার মাঝে ৮৬০টি তৈলচিত্র। 

১৮৫৩ সালের ৩০ মার্চ নেদারল্যান্ডসের গ্রুট জুন্ডার্থ নামে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।