ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি : ৫ আসামির দোষ স্বিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি : ৫ আসামির দোষ স্বিকার
ডন প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষে ২৩ জন নিহত হওয়ার ঘটনার মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি দোষ স্বিকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। জেলার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, রবিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আনোয়ার সাদাত আসামিদের জবানবন্দি গ্রহণ করেন। পাঁচ আসামি হলেন- জমির মিয়া (৩৩), মো. রাসেল (২২), খোকন মিয়া (২২), মো. সোলাইমান (৬০) এবং মিস্টু মিয়া (৬৭)। গত ২৭ আগস্ট বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে একটি যাত্রিবোঝাই ট্রলার বিপরিত দিক থেকে আসা দুই বাল্কহেডেরসঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এতে ট্রলারের ২৩ যাত্রি মারা যান। ওসি মির্জা বলেন, ‘আসামিরা জবানবন্দিতে স্বিকার করেছেন, যাত্রিবাহি ট্রলারটি দ্রুতগতিতে যাচ্ছিলো। ট্রলারটি বামদিকে মোড় নেওয়ায় ধাক্কা লাগে।’ ‘তা ছাড়া বাল্কহেডের ফিটনেস ছিলো না বলে আসামিরা স্বিকার করেছেন।’