বরিশালের ‘বিরোধ’ : অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতিরসঙ্গে একমত নন সচিবরা

বরিশালের ‘বিরোধ’ : অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতিরসঙ্গে একমত নন সচিবরা
ডন প্রতিবেদন : বরিশাল সদর উপজেলার নির্বাহি কর্মকর্তার সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতিরসঙ্গে সচিবসহ প্রশাসনের কর্মকর্তারা একমত নন বলেই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা হওয়ার পর গত ২০ আগস্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিলো। সেখানে বলা হয়, ‘বরিশালের মেয়র, যাঁর অত্যাচারে সমগ্র বরিশালবাসি অত্যন্ত অতিষ্ঠ, সেই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর হুকুমেই এই ঘটনা সংঘটিত হয়েছে। অতএব, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন অবিলম্বে তাঁর গ্রেপ্তার দাবি করছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য অঙ্গীকার ব্যক্ত করছে।’ অ্যাসোসিয়েশনের ওই বিবৃতি নিয়ে রাজনৈতিক অঙ্গণে বেশ খারাপ প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারের তরফ থেকে বলা হয়, বরিশালের ঘটনাটি ছিলো ভুল বোঝাবুঝি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল (২২ আগস্ট) একটা মিটিং ছিলো, সেখানে আমি যখন কথা বলছি... সব সচিবরা এবং অন্যান্য কর্মকর্তারা যাঁরা ছিলেন, তাঁরা সবাই এই বিবৃতিরসঙ্গে দ্বিমত পোষণ করেছেন। এই ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত ছিলো না। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যাঁরা ছিলেন, তাঁরাও একমত হয়েছেন- এই ধরনের ভাষা ব্যবহার ভুল হয়েছে।’