বিপুল অবৈধ জাল জব্দ ও ৫৯ আসামী গ্রেপ্তার করেছে নৌ পুলিশ

বিপুল অবৈধ জাল জব্দ ও ৫৯ আসামী গ্রেপ্তার করেছে নৌ পুলিশ
ডন প্রতিবেদক : নৌ পুলিশের চাঁদপুর ও বরিশাল অঞ্চল ৫ কোটি ৮৪ লাখ ৬১ হাজার ২শ মিটার অবৈধ জাল জব্দ, ৩ হাজার ১৫৫ কেজি মা ইলিশ উদ্ধার এবং ৫৯ আসামী গ্রেপ্তার করেছে। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (১৩ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, নদীমাতৃক বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষা করার প্রয়াসে নৌ পুলিশ ৪ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মৎস্য অভয়াশ্রম কেন্দ্রে অভিযান শুরু করেছে। যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এরই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার : ১২ অক্টোবর) নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ২ কোটি ২২ লাখ ৩৩ হাজার ২শ মিটার অবৈধ (কারেন্ট, চরঘেরা ও বেহুন্দি) জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬৬ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকা। ওই অভিযানে ২শ কেজি মা ইলিশও উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২৫ জন আসামী গ্রেপ্তার করে ৬টি পৃথক মামলা প্রদান করা হয় এবং ১২টি নৌকা আটক করা হয়। অপরদিকে নৌ পুলিশ বরিশাল অঞ্চল মেঘনা ও এর বিভিন্ন শাখা নদীতে অভিযান পরিচালনা করে ৩ কোটি ৬২ লাখ ২৮ হাজার মিটার অবৈধ (কারেন্ট, দোয়ার, সিনথেটিক, চরঘেরা ও বেহুন্দি) জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১১৯ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা। পাশাপাশি এ সময় ২ হাজার ৯৫৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ১৪ হাজার টাকা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৩৪ জন আসামী গ্রেপ্তার করে ৬টি পৃথক মামলা প্রদান করা হয় এবং ১৩৩টি নৌকা আটক করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা এবং গরীব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর নৌকা ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রদান করা হয়েছে।