আজ দুপুরে দেশে ফিরছে সাফজয়ী নারী দল।

আজ দুপুরে দেশে ফিরছে সাফজয়ী নারী দল।

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরার মুকুট মাথায় তুলেছেন সাবিনা-কৃষ্ণারা। পুরুষ ও নারীদের সাফের ইতিহাসে এটা বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে ১৯ বছর আগে ২০০৩ সালে ঘরের মাঠে জাতীয় পুরুষ ফুটবল দল মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিলো। তারও আগে ১৯৯৯ সালে দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) ফুটবল ইভেন্টে এই রঙ্গশালা স্টেডিয়ামেই নেপাল জাতীয় পুরুষ দলকে হারিয়ে স্বর্ণ জিতেছিলো বাংলাদেশ।

ইতিহাসগড়া এই নারী দল দেশে ফিরবে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে। নেপাল থেকে দুপুরে সোয়া ১২টার ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবিনা-কৃষ্ণা-স্বপ্নারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁদের।

দেশকে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ট্রফি জেতানোয় সাবিনাদের বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) ভবন পর্যন্ত ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে বলেই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বাঙলার কাগজ ও ডনকে বলেন,  ‘প্রমীলা দল আমাদের জন্য যে ফলাফল ও সাফল্য বয়ে এনেছে তা অবিস্মরণীয়। এটা বাংলাদেশের জন্য দারুণ এক গর্বের দিন। তাঁরা বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিয়েছে। দল ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

রাসেল বলেন, ‘আমাদের ফুটবলার সানজিদা আক্ষেপ করে বলেছিলো যে হয়তো তাঁদের ছাদখোলা কোনও বাসে সংবর্ধনা দেওয়া হবে না। কিন্তু তারপরও তাঁরা দেশের জন্য শিরোপা জিততে চায়। তাঁর সে আক্ষেপ দেখে আমাদের অন্তরে ব্যাথা লেগেছে। আমাদের দেশে যদিও ছাদখোলা কোনও বাস নেই। তারপরও আমরা তাঁদের জন্য একটা ব্যবস্থা করেছি। তাঁদেরকে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই সংবর্ধনা দেবো আমরা। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত তাঁদের আমরা নিয়ে যাবো। তাঁদের মনের আশা পূরণ করবো।’