ডন সংবাদদাতা, হেলাল উদ্দিন সরকার, ধুনট (বগুড়া) : বগুড়া জেলার ধুনটে কাঁচা মরিচ ও পেঁয়াজসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় দিশেহারা হয়ে পড়েছে ক্রেতাসাধারণ। মরিচের ঝাল আর পেঁয়াজের ঝাঁজেরসঙ্গে একাকার হয়ে ‘উত্তপ্ত’ হয়ে উঠেছে মুরগি আর ডিমও।
ফলে নিম্ন ও সীমিত আয়ের মানুষদের যেনো নাভিশ্বাস উঠেছে।
ধুনটের সদর বাজার, গোসাঁইবাড়ি কাঁচাবাজার, হবির মোড়, ভান্ডারবাড়ি হাট, সোনাহাটা বাজারসহ মথুরাপুর হাট ও এলাঙ্গী হাট, চৌকিবাড়ী, গোপাল নগর এবং চিকাশী সরেজমিনে ঘুরে দেখা গেছে, পেঁয়াজ ও মরিচেরসঙ্গে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্যেরই দাম বাড়তি। পাশাপাশি বাজার মনিটরিং না থাকায় পণ্যগুলোর বাড়তি দাম যেনো কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না।
ক্রেতা ও বিক্রেতাদেরসঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বাজারে সয়াবিন তেল, মুসুর ডাল, চিনি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ডিমসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে।
জানা গেছে, বর্তমানে সয়াবিন তেল লিটারপ্রতি ১৫০ থেকে ১৫৫ টাকা, ছোট দানা মসুর ডাল কেজিপ্রতি ১২০ টাকা, চিনি কেজিপ্রতি ৮০ টাকা, মধ্যম মানের পেয়াঁজ কেজিপ্রতি ৭০ টাকা, কাঁচামরিচ কেজিপ্রতি ২শ টাকা এবং ডিমের হালি ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া সোনালী মুরগী ২৮০ টাকা কেজি এবং ব্রয়লার মুরগী ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়িরা ‘সিন্ডিকেট করে’ অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার উদ্দেশে দফায় দফায় মূল্য বৃদ্ধি করেছেন।