পুলিশের বাধার পরও শিক্ষার্থীদের মানববন্ধন। কাল সকাল ১০টায় কর্মসূচি।

পুলিশের বাধার পরও শিক্ষার্থীদের মানববন্ধন। কাল সকাল ১০টায় কর্মসূচি।
ডন প্রতিবেদন : নিরাপদ সড়কের দাবিতে পুলিশের বাধার পরে শিক্ষার্থীরা আবার রামপুরা ব্রিজের এক পাশে মানববন্ধন করেছেন। দাবি আদায়ে এবং পুলিশের বাধার প্রতিবাদে তাঁরা স্লোগান দেন। কাল শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে আবারও মানববন্ধন করার ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের এক পাশে দাঁড়িয়ে মানববন্ধন করতে গেলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় তাঁদের। বেলা দেড়টার দিকে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী এসে রামপুরা ব্রিজের ওপর পশ্চিম পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এ সময় তাঁরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এবার পুলিশ তাঁদের বাধা দেয় নি। পরে কাল সকালে মানববন্ধনের ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, হুমকি বা ভয় দেখিয়ে তাঁদের আন্দোলন বন্ধ করা যাবে না। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ ছাড়া নাশকতা প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, নাশকতারসঙ্গে কোনও শিক্ষার্থী জড়িত নন। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী সোহাগী শামীয়া বলেন, কাল সকাল ১০টায় তাঁরা একই স্থানে কর্মসূচি পালন করবেন।