দুই মাস পর ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু এক শ’রও কম

ডন প্রতিবেদন : টানা ২ মাস পর দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু ১০০–এর নিচে নেমে এসেছে। করোনাভাইরাস সংক্রমণে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার : ২৭ আগস্ট সকাল ৮টা থেকে শনিবার : ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) ৮০ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে এর চেয়ে কম ৭৭ জনের মৃত্যু হয়েছিলো গত ২৬ জুন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগি শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৬ জন। শনিবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু, নতুন রোগির সংখ্যা কমলেও পরিক্ষার বিপরিতে রোগি শনাক্তের হার বেড়েছে। আগেরদিন ১১৭ জনের মৃত্যু এবং ৩ হাজার ৫২৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিলো। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরিক্ষা করা হয়। পরিক্ষার বিপরিতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিলো ১২ দশমিক ৭৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগির সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯। মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৯২৬ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন।