প্রধানমন্ত্রীর প্রতি আস্থা অথচ শিক্ষার্থীদেরকে 'রাজাকারের বাচ্চারা' বলা

প্রধানমন্ত্রীর প্রতি আস্থা অথচ শিক্ষার্থীদেরকে 'রাজাকারের বাচ্চারা' বলা

সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ শিক্ষার্থীদের অনেক আস্থা ছিলো। এমনও দেখা গেছে, আদালতে বিচারাধীন বিষয় নিয়েও সংসদে আইন পাস হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে দ্রুততম সময়ে আলোচনায় বসা যেতো। কিন্তু আমাদের ওই যে গোয়ার্তুমি, ওই যে ভাব! দেশের মানুষ কোনও দাবি তুললে তা মানা যাবে না, তাতে রাজনীতিবিদরা যে ছোট হয়ে যাবেন! অথচ সরকার কার জন্য? জনগণের জন্য। জনগণের অধিকার এবং দাবি মানার জন্যই তো সরকার। কিন্তু ৫৬ শতাংশ কোটা বিরোধী আন্দোলনে আমরা কি দেখলাম? দেখলাম- মুক্তিযোদ্ধাদের সন্তান বা নাতি-নাতনিদের ছাড়া বাকি সকল শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী 'রাজাকারের বাচ্চা' বলে সম্বোধন করলেন। তাতে ফুঁসে উঠলেন শিক্ষার্থীরা। তাঁরা তখন স্লোগান দিলেন 'তুমি কে, আমি কে; রাজাকার, রাজাকার'। কারণ প্রধানমন্ত্রী যে তাঁদেরকে রাজাকার (রাজাকারের বাচ্চা) বলেছেন। এ কারণেই তাঁরা বিদ্রুপাত্মকভাবে এমন স্লোগান দিয়েছেন। এটির অর্থ, কোনও ট্যাগ লাগিয়েই শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা যাবে না; তাঁদের দাবি মানতেই হবে। কারণ তাঁরা কোনও অন্যায্য দাবি করছেন না, মেধার বিনিময়ে চাকরি চাইছেন। পৃথিবীর অন্যান্য দেশ হলে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হতো। আর উন্নত দেশ হলে তো কথাই নেই। অথচ আমরা মুখে বলি, আমরা উন্নয়নশীল দেশ হয়েছি। কিন্তু আমরা চিন্তা, চেতনায়, কথা বলায় এবং কাজ করার ক্ষেত্রে উন্নয়নশীল দেশের মতো হবো কবে?