হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ

হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের দেওয়া রায় 'আইনসম্মত না হওয়ায়' তা বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন মানিক এই তথ্য জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি রবিবার (২১ জুলাই) সকাল ১০টায় হওয়ার কথা রয়েছে।

সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার যে পরিপত্র জারি করেছিলো, একটি রিটের শুনানি শেষে গত ৫ জুন তা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

এরপর থেকেই ওই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত কয়েকদিন ধরে সংঘর্ষ, সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে।

রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য এর আগে ৮ আগস্ট তারিখ নির্ধারণ করা হলেও সরকারের আবেদনে সেটি এগিয়ে আনা হয়েছে।