প্রতিদিন বাড়ি বাড়ি কম্বল দিয়ে আসেন কাউন্সিলর সুমন

প্রতিদিন বাড়ি বাড়ি কম্বল দিয়ে আসেন কাউন্সিলর সুমন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; লিয়াকত হোসেন, রাজশাহী : প্রতিদিন ভোরে বাড়ি বাড়ি গিয়ে কম্বল ও চাদর বিতরণ করছেন রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। পহেলা জানুয়ারি থেকেই তিনি কম্বল ও চাদর দিয়ে আসছেন। আর রোববার (৮ জানুয়ারি) প্রদান করেছেন ১টি হুইল চেয়ার, ৪টি ওয়াকিং চেয়ার, ৩০টি ওয়াকার স্টিক এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল। বিকেল ৪টায় কাউন্সিলর কার্যালয়ে এসব বিতরণ করেন তিনি।

এ ব্যাপারে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বাঙলার কাগজ ও ডনকে বলেন, ‘মানবিক বিবেচনায় নিজ উদ্যোগে ও মাননীয় মেয়র জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় প্রতিনিয়ত শীতার্তদের মাঝে মোটা চাদর ও কম্বল বিতরণ করা হচ্ছে। যতোদিন শীত থাকবে, ততোদিন অব্যাহতভাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হবে। আমি সব সময় ওয়ার্ডবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।’

তৌহিদুল হক সুমন আরও বলেন, শুধু লোক দেখানো নয়, সকল সচেতন বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

হুইল চেয়ার, ওয়াকিং চেয়ার, ওয়াকার স্টিক ও কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনাইটেড হিউম্যান কাইন্ডনেস অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সিরাজুল হক এবং ওয়ার্ড সচিব মো. নুরুল ইসলাম ফয়সাল প্রমুখ।