ডন সংবাদদাতা, আবদুল লতিফ শিকদার, নোয়াখালী : নোয়াখালীতে গণটিকার জন্য যেনো গণস্রোত চোখে পড়েছে। এক্ষেত্রে সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া, ২ নম্বর দাদপুর এবং ১৯ নম্বর পূর্ব চরমটুয়ায় এমন চিত্রই দেখা গেছে।
টিকা প্রত্যাশীদেরসঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা আজ (শনিবার : ২৬ ফেব্রুয়ারি) গণটিকায় অংশ নিয়ে টিকা দেওয়ার জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন। কেউবা আবার তাঁর কাজ ফেলেই চলে এসেছেন। কারণ সুস্বাস্থ্য বজায় রাখা সবার আগের কাজ।
ভিড়েরমধ্যে একজন টিকা প্রত্যাশী বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘আজ টিকা না নিয়ে বাড়ি ফিরছি না।’
জানা গেছে, দেশজুড়ে আজ ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। এক্ষেত্রে দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকে যতোক্ষণ মানুষ থাকবে, ঠিক ততোক্ষণই টিকা দেওয়া হবে।
আজকে টিকা নেওয়ার জন্য কোনও প্রকার নিবন্ধনের প্রয়োজন পড়ছে না।
আবার কেউ আগে নিবন্ধন করে থাকলে, তিনিও টিকা নিতে পারছেন।
অপরদিকে নিবন্ধন না করে থাকলেও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন বা শুধু মুঠোফোনটি নিয়ে এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া হচ্ছে টিকা।