নিমেষেই বরফ হলো পানির প্রবাহ।

নিমেষেই বরফ হলো পানির প্রবাহ।
ডন প্রতিবেদন : বরফের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে পানির ধারা। সেই অবস্থা বদলে গেল নিমেষেই। চোখের পলকে পানি হয়ে গেল বরফ। ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের স্কোয়ামিশ শহরে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর বিরল এ ঘটনার ভিডিও ধারণ করেন ব্রাড অ্যাচিসন নামের এক ব্যক্তি। পরদিন ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। এরপর ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে ওই ভিডিও। ভিডিওটি শেয়ার করে অ্যাচিসন লিখেছেন, ব্রিটিশ কলম্বিয়ার স্কোয়ামিশ শহরের শ্যানন জলপ্রপাতের কাছে ঘটনাটি দেখা গেছে। এটি একটি বিরল ঘটনা। চোখের সামনেই পানির প্রবাহ উধাও হয়ে গেল। এদিকে ভিডিওটি আদৌ সত্যি কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। এর জবাবও দিয়েছেন অ্যাচিসন। তিনি বলেন, ‘হাতে গোনা কয়েকজন মনে করেছেন, এটি ভুয়া ভিডিও। তাঁদের মতে, উল্টো দিক দিয়ে ভিডিওটি চালিয়ে প্রকাশ করা হয়েছে। অবশ্যই এমনটি হয়নি। ঘটনা এমন হলে আমি কখনোই তা প্রকাশ করতাম না।’ এখন পর্যন্ত ভিডিওটি আট লাখবারের বেশি দেখা হয়েছে। তাক লাগানো ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। একজন তো বলেছেন, এমন কিছু ঘটতে পারে, তা আদতেই জানতেন না। তবে এটি তাঁর কাছে অসাধারণ লেগেছে। কেনো এমন ঘটনা, তার জবাবও মিলেছে। ব্রিটিশ কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি হাইভ বলছে, গত ২৭ ডিসেম্বর স্কোয়ামিশ শহরের তাপমাত্রা ছিল মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে এটি এখন পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ১৯৬৮ সালে সর্বনিম্ন মাইনাস ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কানাডার আবহাওয়া-সংক্রান্ত টেলিভিশন চ্যানেল দ্য ওয়েদার নেটওয়ার্কের আবহাওয়াবিদ জেসি উপালও ঘটনাটিকে বিরল বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, মাত্রাছাড়া শীতল আবহাওয়ার কারণেই এমনটি হয়ে থাকে।