ভোট না চেয়েও সর্বোচ্চ ভোট পাপনের

ভোট না চেয়েও সর্বোচ্চ ভোট পাপনের
ডন প্রতিবেদন : এবারের বিসিবি নির্বাচনে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে তিনি জানিয়েছেন, ভোটের লড়াইয়ে নামলেও কোনও ভোটারের কাছে তিনি ভোট চান নি। আগের দুই দফায় জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি বিসিবি পরিচালক হয়েছিলেন নাজমুল হাসান পাপন। এবার তিনি নির্বাচন করেন আবাহনী লিমিটেডের কাউন্সিলর হিসেবে। বুধবারের (৬ অক্টোবর) নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। একই ক্যাটাগরির আরও দুইজনেরসঙ্গে এবারের নির্বাচনের সর্বোচ্চ ভোট পড়েছে তাঁর পক্ষে। বাংলাদেশের ক্রিকেটে তাঁর সামগ্রিক প্রভাব ও আরও পারিপার্শ্বিক বাস্তবতায় এই ফল অবশ্য প্রত্যাশিতই ছিলো। পরিচালনা পর্ষদের নির্বাচনের পরদিন অনুমিতভাবে আবারও বোর্ড সভাপতি নির্বাচিত হন তিনিই। বোর্ড সভাপতির দায়িত্বে নতুন মেয়াদের প্রথম সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন জানালেন, এবার তিনি পরীক্ষা করতেই চেয়েছিলেন। ‘সত্যি কথা হলো, আমি কারও কাছে ভোট চাই নি। আমার হয়ে অনেকেই হয়তো চেয়েছে। কিন্তু আমি কারও কাছে চাই নি। কারণ, আপনাদেরকে একটা কথা বলি, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম যে আসলে কী পরিস্থিতি, মানুষ কী মনে করে, ভোটাররা কী মনে করে। আর আমি কোথাও যাই নি।’ এই নিয়ে চতুর্থবারের মতো বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন নাজমুল। ২০১২ সালে তিনি দায়িত্ব পেয়েছিলেন সরকারের মনোনয়নে। এরপর ২০১৩ সালে, ২০১৭ সালে ও এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।