নাফতালি বেনেট : ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মোদি
ডন প্রতিবেদন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। এমনটিই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুই নেতার এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর টুইট করা এক ভিডিওতে দেখা গেছে গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনের কঠিন সময়সূচিরমধ্যেও দুই প্রধানমন্ত্রী প্রাণবন্ত সময় কাটাচ্ছেন। নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে নাফতালি বেনেট বলেন, ‘আমার দলে যোগ দিন’। জবাবে হাসিতে মেতে ওঠেন মোদি। কপ২৬ জলবায়ু সম্মেলনের পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদি ও নাফতালি বেনেট। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময়ের পাশাপাশি তাঁরা উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছেন।