দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন করতে পেরেছি : প্রধানমন্ত্রী

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন করতে পেরেছি : প্রধানমন্ত্রী

বাসস : দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নতি করতে পেরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে কম্বল ও শীতবস্ত্র গ্রহণের সময় এ কথা বলেন তিনি।

একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে মালয়েশিয়ার নেতা মাহাথির মোহাম্মদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যেখানে মাহাথির তাঁকে বলেছিলেন, যে, দেশের উন্নয়ন নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদি সরকারের প্রয়োজন।

তখনকার স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বললাম, দেখেন (মাহাথিরকে) জনগণ কতক্ষণ ভোট দেবে, না দেবে সেটা তো বলতে পারি না। যদি ভোট পাই হয়তো থাকবো। কারণ আমাদের দেশে তো পরিবেশটা অন্য রকম। দীর্ঘদিন মিলিটারি ডিক্টেটর ছিলো, কখনো ডাইরেক্টলি কখনো ইনডাইরেক্টলি তাঁরা ক্ষমতা দখল করে, আবার উর্দি খুলে রাজনীতিবিদ হয়। আর হত্যা, ক্যু, ষড়যন্ত্র এটা তো আমাদের দেশে লেগেই আছে। আমাদের তো ধারাবাহিক গণতান্ত্রিক ধারা থাকে না এই দেশে। যার জন্য একটা স্থিতিশীল পরিবেশও কখনো আসে নি। যে জন্য সার্বিক উন্নতিটা ঠিক হয় নি।’

শেখ হাসিনা বলেন, তাঁর দল আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় গত ১৪ বছরে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকায় বাংলাদেশের উন্নয়নে কাজ করতে পেরেছি।’  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছি। মর্যাদা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যা কিছু অর্জন করেছে, তাতে আপনাদের (ব্যবসায়ী) এবং জনগণের অবদান রয়েছে।’

অনুষ্ঠানে সরকারপ্রধান আরও বলেন, ‘বাংলাদেশের যে সম্মানটা আজকে আন্তর্জাতিকভাবে আছে, এটা যেনো অব্যাহত থাকে। আমরা যেনো বাংলাদেশটাকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, এটা ধরেই যেনো এগিয়ে যেতে পারি।’

তিনি বলেন, ‘যাই হোক, যতোটুকু অর্জন আমি মনে করি, এটা আপনাদের সবারই অবদান। বাংলাদেশের জনগণের অবদান। আমি তাঁদেরকেই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তবে, অনেকদিন তো হয়ে গেলো। মানুষকে তো এক সময় বিদায় নিতেই হবে এটা তো আল্লাহই বলে দিয়েছেন। সেটাও আল্লাহর ইচ্ছা, যেদিন যেতে হয় চলে যাবো। এখান থেকেও, এই চেয়ার থেকেও চলে যাবো, আবার জীবন থেকেও চলে যাবো। যেতেই হবে। এটা হলো বাস্তবতা। যেদিন যাবার সময় হবে। আর সময় না হলে ততোদিন তো কাজ করতেই হবে। আল্লাহ যতোক্ষণ সুযোগ দিয়েছেন।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এতে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।