দুঃখজনক : রাজধানীতে বিজিবি ও পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর!

দুঃখজনক : রাজধানীতে বিজিবি ও পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর!

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ভাঙচুর ও পুলিশের দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা। শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপি’র মিরপুর জোনের এডিসি মাহবুব আলম বাঙলা কাগজ ও ডনকে বলেন, ভাঙচুরের সময় গাড়িতে কোনও বিজিবি সদস্য ছিলেন না। 

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আসাদ বলেন, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেন। দুপুরের পর আরও কিছু কারখানার শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেন। বিকেলে অবরোধ শেষে যাওয়ার সময় তাঁরা বিজিবির একটি ফাঁকা বাসে ভাঙচুর চালান। পুলিশের দুটি মোটরসাইকেলেও আগুন দেন তাঁরা। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। 

এর আগে ‘নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না’ জানিয়ে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। সকাল ১১টার দিকে মিরপুর ১৩ নম্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। 

তাঁদের দাবি, হয় বেতন বাড়াতে হবে, নয়তো নিত্যপণ্যের দাম কমাতে হবে। 

তখন এপেক্স, এমবিএম, সারজ, ভিশন, আইডিএস, কলকা, ঝুকি এবং ডিমক্স কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নামলে যান চলাচল বন্ধ হয়ে যায়।