‘তালেবানের হাত থেকে রক্ষায় আমাদেরসঙ্গে যোগ দিন’

‘তালেবানের হাত থেকে রক্ষায় আমাদেরসঙ্গে যোগ দিন’
ডন প্রতিবেদন : ‘ভগ্ন হৃদয় আর গভীর আশা নিয়ে লিখছি আপনারা এই সুন্দর দেশকে তালেবানের হাত থেকে রক্ষায় আমাদের সঙ্গে যোগ দিন।’ কাবুল তালেবানদের দখলে যাওয়া প্রসঙ্গে আফগান চলচ্চিত্র নির্মাতা সাহরা কারিমি সারা বিশ্বের চলচ্চিত্র কমিউনিটিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। ‘এটি মানবিক সঙ্কট, আর বিশ্ব নিরব তাকিয়ে আছে,’ বলেন কারিমি। আফগানিস্তানের রাজধানি কাবুল দখলে নিয়েছে তালেবান। দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের হাত থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া সাধারণ মানুষ। কারণ অতিতে জঙ্গিবাদে মদদ দিয়েছে তালেবান। তালেবানদের নির্মম অত্যাচার নিয়ে কারিমি লেখেন, ‘তালেবান আমাদের মানুষকে হত্যা করেছে, অনেক শিশুকে অপহরণ করেছে, কন্যা শিশুদের তাদের লোকদের কাছে বিয়ের কনে হিসেবে বিক্রি করেছে, পোশাকের অজুহাতে হত্যা করেছে নারিকে, চোখ তুলে ফেলেছে এক নারির, নির্মম নির্যাতন করে মেরে ফেলেছে আমাদের প্রিয় একজন কমেডিয়ানকে, হত্যা করেছে কবিকে, আমাদের কালচার অ্যান্ড মিডিয়া প্রধানকে হত্যা করেছে।’ টুইটারে দেওয়া ওই চিঠিতে কারিমি আরও বলেন, সরকারেরসঙ্গে ঘনিষ্ঠদের হত্যা করেছে তালেবানরা, কাউকে জনসম্মুখে ফাঁসিতে ঝোলানো হয়েছে। লাখ লাখ পরিবারকে করেছে ঘরহারা। নিজেদের প্রদেশ ছেড়ে পালিয়ে কাবুলে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে অনেকে, যেখানে তারা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। ক্যাম্পগুলোতে নিরাপত্তার অভাব।’ রবিবার (১৫ আগস্ট) কাবুল দখলে নেন তালেবানরা। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এদিনই তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। বর্তমানে তিনি উজবেকিস্তানে অবস্থান করছেন। তালেবানদের ক্ষমতা দখলের পর বিদেশিদের পাশাপাশি দেশটির অনেক নাগরিকই আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন।