তুমি মহান হে স্বাধীনতা : কালাম আঝাদ

তুমি মহান হে স্বাধীনতা : কালাম আঝাদ

স্বাধীনতা তুমি আমার
স্বাধীনতা তুমি তাঁর
স্বাধীনতা তুমি সবার।

তোমার জন্য হে স্বাধীনতা কবিতার খাতায় বসা
তোমার জন্য ল্যাপটপের কী প্যাডে চাপাচাপি
স্বাধীনতা তুমি আছো বলেই আমি আছি, আমরা আছি
স্বাধীনতা তুমি মহান।

কষ্টার্জিত, নষ্টার্জিত যতো সময়, যতো শ্রম
তোমার জন্যই হে স্বাধীনতা
তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি নষ্ট
হে স্বাধীনতা

স্বাধীনতা তোমার কারণে আমি আমার প্রেমিকা হারিয়েছি
কারণ আমার প্রেমিকা স্বাধীন
আর আমি তাঁর স্বাধীন মতে শ্রদ্ধা জানাই
তবুও তুমি মহান স্বাধীনতা।

কারণ তুমি আছো বলেই এরপর আমি আরও চার-চারটি প্রেম করেছি
এরপর বিয়েও করেছি
আর বিয়ের পর আরও প্রেম
এবং ‘অবৈধ’ সম্পর্ক

আর তুমি মহান বলেই অবৈধ শব্দটি ওখানে নেই
তাইতো সকল সম্পর্কই বৈধ হে স্বাধীনতা

স্বাধীনতা তুমি কি আমার গান শুনবে?
আচ্ছা স্বাধীনতা তুমি কেমন গান গাইতে পারো?
তুমি কি তাল-লয় এসব বুঝো?
নাকি তুমি স্বাধীন

হে স্বাধীনতা তোমার জন্য মরে গিয়েও বেঁচে থাকেন বীরেরা
হে স্বাধীনতা তোমার জন্য ফিরে আসেন তাঁহারা
হে স্বাধীনতা তোমার জন্য ডুকরে কাঁদেন তাঁহারা
হে স্বাধীনতা তোমার জন্য খিলখিলিয়ে হাসেন তাঁরা

স্বাধীনতা তুমি আমার পৈত্রিক সম্পত্তি
অবাধ খাসজমি
প্রিয়ার বুকের ওই কালো তিল
বৌদির ঠোঁটে হাসি।