তানভীর ফেরদৌস বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায়
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তানভীর ফেরদৌস সাঈদ। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে। সেখানে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যে তানভীর ফেরদৌসের নাম রয়েছে।
ইউএপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক তানভীর ফেরদৌস বাংলাদেশের একজন পরিচিত গবেষক। তিনি বর্জ্য পদার্থভিত্তিক শক্তি উৎপাদনকারী জলাভূমি পদ্ধতি ও অভিনব সেপটিক ট্যাঙ্ক তৈরি করেছেন। এর মাধ্যমে গৃহস্থালি ও বাণিজ্যিক সুবিধা থেকে উৎপাদিত বর্জ্যপানি সম্পূর্ণরূপে শোধন করা যাবে।
অধ্যাপক তানভীর ফেরদৌস বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সহযোগী ফেলো ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বর্ণপদক বিজয়ী গবেষক।
বর্তমানে তানভীর ফেরদৌস ঢাকা শহরের কিছু গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত। তাঁর অনেক গবেষণাপত্র স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পেয়েছে।