তথ্যমন্ত্রী : বেগম জিয়া সুস্থ হওয়ায় বিএনপি অখুশি।

তথ্যমন্ত্রী : বেগম জিয়া সুস্থ হওয়ায় বিএনপি অখুশি।
ডন প্রতিবেদক, এ কে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর দক্ষ ও সুদুরপ্রসারী নেতৃত্বের কারণে বাংলাদেশের সকল মানুষের অর্থনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। পাকিস্তানকে অনেক আগেই ছাড়িয়ে গেছি আমরা। পাকিস্তান এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে দীর্ঘশ্বাস ফেলছে। পাকিস্তানের জনগণের কাছে বাংলাদেশ এখন উদাহরণ।’ মন্ত্রী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় নওগাঁ জিলা স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ পৌর শাখার ত্রিবার্ষিক কাউন্সিলের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। মন্ত্রী বলেন, বিএনপি এখন সব বিষয় নিয়ে অখুশি। দেশের মানুষ খুশি হওয়ায় বিএনপি অখুশি। ‘বেগম জিয়া সুস্থ হওয়ায় তারা এখন অখুশি।’ ‘বিএনপির আর কোনও রাজনীতি নেই। কারণ বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ই তাদের একমাত্র রাজনীতি।’ তথ্যমন্ত্রী দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকারের গৃহিত গঠনমূলক পদক্ষেপের কারণে মানুষের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের একজন রিকশাচালক প্রতিদিন ৬শ থেকে ৭শ টাকা আয় করেন। ঢাকা এবং চট্টগ্রামের মতো শহরে একজন শ্রমিক প্রতিদিন কমপক্ষে এক হাজার টাকা আয় করেন। প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিলো। ফলে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশের উন্নয়নে মনোনিবেশ করেন, দেশ-বিদেশে যখন প্রশংসা অর্জন করেন- তখনই পাকিস্তানের দোসররা তাকে হত্যা করে দেশের উন্নয়ন বন্ধ করে দিয়েছিলো।’ ‘অথচ জাতির পিতা বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমানের সরকারের সময় আমাদের জাতীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছিলো ৯ দশমিক ৫৯ ভাগ।’ ‘আমরা এখনও প্রবৃদ্ধির সেই রেকর্ড অতিক্রম করতে পারি নি।’ তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। ‘এই সাফল্যের নজির দেখে অনেকেই পিঠ বাঁচাতে আওয়ামী লীগে যোগদান করতে আসবেন। যারা পিঠ বাঁচাতে আওয়ামী লীগে আসতে চাইবে, যারা জমি দখলেরসঙ্গে জড়িত, যারা মাদকেরসঙ্গে জড়িত, তারা দলের নেতৃত্বে আসতে পারবে না। এ ব্যাপারে স্থানীয় নেতাকর্মীদের আমরা কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।