ড. আকবর আলি খানের বর্ণাঢ্য জীবন।

ড. আকবর আলি খানের বর্ণাঢ্য জীবন।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, গবেষক, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ড. আকবর আলি খান মারা গেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মারা যান তিনি। আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান বাঙলা কাগজ ও ডনকে বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকদিন ধরে তিনি ঠাণ্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

আকবর আলি খানের জন্ম ১৯৪৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইতিহাস, কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতি। পিএইচডি গবেষণাও অর্থনীতিতে। আমলা হিসেবে পেশাজীবনের প্রধান ধারার পাশাপাশি চলেছে শিক্ষকতাও। অবসর নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। এরপর দুটো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। পরে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার মুখে পদত্যাগ করেন তিনি। অবসরের পর তাঁর আবির্ভাব ঘটে পূর্ণকালীন লেখক হিসেবে। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য-বিচিত্র বিষয়ে তাঁর গবেষণামূলক বই পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত।

আকবর আলি খানের সর্বশেষ আত্মজীবনী গ্রন্থ ‘পুরানো সেই দিনের কথা’। 

গ্রন্থটিতে একজন বহুমাত্রিক ব্যক্তিত্বের জীবনের উন্মেষ ও বিকাশের কাহিনী উঠে এসেছে। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জলাভূমিতে লালিত সাদাসিধে বালকটি ছিলেন কল্পনাবিলাসী ও অন্তমু‌র্খী। 

‘মুখচোরা’ বালকটি মাঠপর্যায়ের প্রশাসক হন। দায়িত্ব নেন আইনশৃঙ্খলা, ভূমি প্রশাসন, উন্নয়ন প্রশাসন, নির্বাচন, এমনকি চা-বাগানের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনারও।