ডাকাতি মামলার মূল আসামি সিআইডির বরখাস্ত এসআই গ্রেপ্তার করেছে ডিবি

ডাকাতি মামলার মূল আসামি সিআইডির বরখাস্ত এসআই গ্রেপ্তার করেছে ডিবি
ডন প্রতিবেদন : বিশেষ অভিযান পরিচালনা করে বিমানবন্দর থানার ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম আকসাদুদ জামান। বুধবার (৮ সেপ্টেম্বর) রংপুর জেলার মিঠাপুকুর থানার শঠিবাড়ী বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ১৯ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে একজন প্রবাসি টিকাটুলি কে এম দাস লেনের বাসা থেকে সিএনজিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৭টা ৩৪ মিনিটে বিমানবন্দর থানার কাওলা ফুট ওভারব্রিজের নিচে পৌঁছালে পিছন দিক থেকে ১টি হায়েস মাইক্রোবাস প্রবাসির সিএনজির গতিরোধ করে। ওই হায়েস মাইক্রোবাস থেকে দুইজন লোক নেমে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে লাগেজসহ জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। তাকে হ্যান্ডক্যাপ পরিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেধে অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা ৫ হাজার ইউএস ডলার, ২ হাজার দিরহাম, ২ হাজার টাকা, ২টি ব্যবহৃত মোবাইলসহ কাপড়চোপড় ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে সকাল ৯টায় দুস্কৃতিকারিরা তাকে রামপুরা টু স্টাফ কোয়াটার্সগামি রাস্তার নির্জন এলাকায় ফেলে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে গত ২০ অক্টোবর তারিখে বিমান বন্দর থানায় একটি মামলা রুজু হয়। তিনি বলেন, মামলাটি ডিবি উত্তরা বিভাগে স্থানান্তরিত হলে তথ্য প্রযুক্তির সহায়তায় ইতোমধ্যে ১) মো. মোশারফ হোসেন, ২) মো. সেলিম মোল্লা, ৩) মো. রিপন মোড়ল, ৪) মো. আমির হোসেন তালুকদার, ৫) মো. রিজু মিয়া ওরফে সিকদার এবং ৬। মো. হাসান রাজাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাসান রাজা ও প্রত্যক্ষদর্শি সাক্ষি ড্রাইভার হারুন অর রশিদ ওরফে সজিব, সিএনজি ড্রাইভার মো. জোনাব আলী ও মো. কায়ছার মাহমুদ ওরফে জাকির হোসেন বিজ্ঞ আদালতে ফৌ. কা. বি. ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। তিনি আরও বলেন, ওই ডাকাতির ঘটনায় সিআইডি মালিবাগ ঢাকার ডেমরা জোনে কর্মরত বরখাস্তকৃত এসআই আকসাদুদ জামান প্রত্যক্ষভাবে জড়িত মর্মে গ্রেপ্তারকৃত হাসান রাজা ও প্রত্যক্ষদর্শি সাক্ষিরা তাদের জবানবন্দিতে জানায়। ‘গ্রেপ্তারকৃত বরখাস্তকৃত এসআই আকসাদুদ জামান এর নেতৃত্বে ওই ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞসাবাদে স্বিকার করেছে।’ গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।