ট্রাক-কভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার

ট্রাক-কভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার
ডন প্রতিবেদন : একদিন পণ্য পরিবহন বন্ধ রাখার পর সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ কভার্ড ভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালেরসঙ্গে বৈঠক শেষে সংগঠন দুটির নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, ‘আমাদের বৈঠক বেশ ভালো হয়েছে। অনেক্ষণ আলোচনা করেছি। আমাদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।’ ‘এখন থেকে সব পরিহন মালিক-শ্রমিক কাজে নামবে। কোথাও ঝামেলা থাকবে না। আমাদের ১৫টি দাবির মধ্যে শুধু আয়কর বাড়ানোর বিষয়টি সমাধান হয় নি; অন্যসব দাবি মানা হয়েছে।’ ট্রাক ও কভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেওয়া বন্ধ করা, এখন পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দেওয়া, বন্ধ রাখা ট্রাক ও কভার্ড ভ্যান চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করাসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই ধর্মঘট শুরু হয়। ৭২ ঘণ্টার এই ধর্মঘট শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত চলার কথা ছিলো। ধর্মঘটেরমধ্যে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠা-নামা চললেও ট্রাক-কভার্ড ভ্যান না চলায় বন্দর থেকে পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী দুই সংগঠনের মালিক ও শ্রমিক প্রতিনিধিদেরসঙ্গে বসে সমঝোতার উদ্যোগ নেন। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ বৈঠক চলে। পুলিশের ঊর্ধতন কর্মকর্তা, নৌ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চট্টগ্রাম ও বিভিন্ন অঞ্চলের অন্তত ১৪ জন পণ্যপরিবহন শ্রমিক-মালিক নেতা সভায় উপস্থিত ছিলেন।