টিপ পরায় শিক্ষিকাকে হেনস্তা : সেই পুলিশ সদস্য বরখাস্ত।

টিপ পরায় শিক্ষিকাকে হেনস্তা : সেই পুলিশ সদস্য বরখাস্ত।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : টিপ পরায় কলেজ শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বাঙলা কাগজ ও ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার (৩ এপ্রিল) শেরেবাংলা নগর থানায় এক কলেজ শিক্ষিকা জিডি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, কপালে টিপ পরে হেঁটে যাওয়ার সময় রাজধানীর ফার্মগেট এলাকায় লাঞ্ছিত ও হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছেন তিনি। তাঁকে এ হেনস্তা করেন মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য। অভিযোগে লতা বলেন, এক পুলিশ সদস্য তাঁকে উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করলে তাঁকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যাচেষ্টাও করেন সেই ব্যক্তি। বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পরে অভিযোগটি নিয়ে তদন্তে নামে পুলিশ। আজ সকালে অভিযুক্ত কনস্টেবলকে শনাক্ত করে পুলিশ। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বাঙলা কাগজ ও ডনকে জানান, অভিযুক্ত কনস্টেবলের নাম নাজমুল তারেক। ‘পুলিশ লাইনে সংযুক্ত থেকে তিনি ভিআইপি, ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।’ ‘তার গ্রামের বাড়ি যশোরে।’