ঝিনাইদহের কোটচাঁদপুরের মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

ঝিনাইদহের কোটচাঁদপুরের মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজার এখনো বাকি প্রায় দেড়মাস। কিন্তু ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন মণ্ডপে ইতোমধ্যে শুরু হয়ে গেছে এ বছরের দুর্গাপূজার প্রস্তুতি।

সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহের কোটচাঁদপুরের ব্রীজঘাট পূজামণ্ডপ প্রাঙ্গণে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। গত বছরের থেকে এবার আরও নতুন আয়োজন করা হবে বলে জানা গেছে।

কোটচাঁদপুর ব্রীজঘাট হালদারপাড়া মণ্ডপ প্রাঙ্গণে কথা হয় কারিগর অমল কুমার পালের সঙ্গে। তিনি বাঙলার কাগজকে বলেন, বিভিন্ন সরঞ্জাম দিয়ে নানান ধরনের নকশা তৈরি করছেন। 

হালদারপাড়া মন্দিরের দপ্তর সম্পাদক শীতল মন্ডল বাঙলার কাগজকে বলেন, নতুনরূপে নতুন সাজে আপনাদের মাঝে হাজির হচ্ছি। অপেক্ষায় আছি ভালো কিছু করার জন্য।

উল্লেখ করা যেতে পারে, আসছে ২০ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।