জস বাটলারের সেঞ্চুরি

জস বাটলারের সেঞ্চুরি
ডন প্রতিবেদন : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেনো বোলারদের। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রায় সবগুলো ম্যাচই লো-স্কোরিং। কেবল একটি ম্যাচ ১৯০ এর ঘর পার হতে পেরেছিলো। ফলে কোনও সেঞ্চুরিরও দেখা মিলছিলো না। অবশেষে সেই আক্ষেপ ঘোচালেন জস বাটলার। সোমবার (১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে জস বাটলারের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করেছে ইয়ন মরগানের দল। ওপেনিংয়ে নেমে ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বাটলার। তাঁর ইনিংসটিতে ছিলো ৬টি চার ও সমান সংখ্যক ছক্কার মার। এ ছাড়া অধিনায়ক ইয়ন মরগান করেন ৩৬ বলে ৪০ রান। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন হাসারাঙ্গা এবং অন্যটি নেন চামিরা।