জামিন পেলেন সিটি গ্রুপের চেয়ারম্যান।

জামিন পেলেন সিটি গ্রুপের চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মামলায় দেশের অন্যতম শীর্ষ গ্রুপ সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতে আত্মসমর্পনের পর তাঁর আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক কাজী শরিফুল ইসলাম তা মঞ্জুর করেন।

২০১৯ সালের ২০ অক্টোবর বিএসটিআইয়ের করা মামলায় অভিযোগ গঠন শেষে গত ১৪ জুলাই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বাঙলা কাগজ ও ডনকে জানান, চার্জ গঠন পর্যন্ত উচ্চ আদালতের জামিনে ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান। অসুস্থতার কারণে ১৪ জুলাই আদালতে উপস্থিত হতে না পারায় জামিন বাতিল হয়ে যায়, ফলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

‘আজ হুইল চেয়ারে বসে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্থন করেন। জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সিটি গ্রুপের চেয়ারম্যান খুবই অসুস্থ। তাই আর্গুমেন্টের আগ পর্যন্ত আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করলে আদালত তাও মঞ্জুর করেন।’