চান্দিনায় সরকারের সুবিধাভোগীদের সঙ্গে সাংসদের মতবিনিময়

চান্দিনায় সরকারের সুবিধাভোগীদের সঙ্গে সাংসদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় সরকারের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চান্দিনার কেরণখাল ইউনিয়ন ভবনের সামনের মাঠে হয় এ মতবিনিময়।

অনুষ্ঠানে চান্দিনা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল এবং ঘরে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে অনেক কিছুই করেছেন। তাই আমরা ভোট প্রদানের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবো। 

এ সময় তিনি যাতে এলাকাবাসীর জন্য কাজ করে যেতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, হরতাল-অবরোধ দিয়ে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করতে এলে তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না।

অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফয়সাল বারী মজুমদার মুকুল উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূঞা।

অনুষ্ঠানে কেরণখাল ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।