চাঁদপুরের নীলকমল পুলিশ ফাঁড়ি ও সদর থানা উদ্ধার করলো ১১ লাখ মিটার কারেন্ট জাল।

চাঁদপুরের নীলকমল পুলিশ ফাঁড়ি ও সদর থানা উদ্ধার করলো ১১ লাখ মিটার কারেন্ট জাল।
ডন প্রতিবেদন : নদীমাতৃক বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষা করার প্রয়াসে নৌ পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের নীলকমল পুলিশ ফাঁড়ি এবং সদর নৌ থানা পৃথক অভিযান চালিয়ে হাইমচর ও চাঁদপুর সদর থানাধীন পদ্মা ও মেঘনা নদী থেকে আনুমানিক ১১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব অবৈধ কারেন্ট জালের সর্বমোট আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারীর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।