চট্টগ্রামে হিজড়াদের কোভিড টিকা দেওয়ার উদ্যোগ

চট্টগ্রামে হিজড়াদের কোভিড টিকা দেওয়ার উদ্যোগ
ডন প্রতিবেদক, চট্টগ্রাম : তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি বৈষম্য দূর করতে এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ২০১৩ সালের নভেম্বরে সরকার তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি সেই গেজেট প্রকাশ হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা প্রায় ১১ হাজার। আর হিজড়া নামে পরিচিত তৃতীয় লিঙ্গের সেই মানুষদের কোভিড-১৯ এর টিকা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়। সোমবার (২১ নভেম্বর) দুপুর একটা থেকে বিকেল ৫টা পর্যন্ত তৃতীয় লিঙ্গের ৫শ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানিয়েছেন। রবিবার, মঙ্গলবার ও বুধবার নগরীর খুলশী ঝাউতলা বস্তী এলাকায় করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। তিনি বলেন, যাঁদের টিকা দেওয়ার রেজিস্ট্রেশনের সুযোগ নেই, এনআইডি নেই। তাঁদেরও টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ ক্যাম্পেইনের আওতায় এসব মানুষদের নিবন্ধন করিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সিভিল সার্জন জানান। তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও বস্তিবাসীদের অ্যাস্ট্রেজেনেকার টিকা দেওয়া হবে বলে জানান তিনি।