গয়েশ্বরের বাড়িতে পুলিশি অভিযানের অভিযোগ
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রায়েরবাজারের বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
সোমবার (৫ ডিসেম্বর) গভীর রাতে ধানমণ্ডি থানা পুলিশ এই অভিযান চালায় বলে জানায় গয়েশ্বরের পরিবার। এ সময় বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয়। পরে বাসায় কাউকে না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরে যান।
জানা গেছে, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ পরিবারের সদস্যরা এই বাড়িতে থাকেন। কিন্তু অভিযানকালে গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় কেউ বাসায় ছিলেন না।
এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলে এসব অভিযান চালাচ্ছে। সরকার যতই গ্রেপ্তার করুক,অভিযান চালাক লাভ হবে না। বরং এতে নেতাকর্মীরা আরো জেদী হয়ে উঠেছে। ঢাকার ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করবে বলে শপথ নিয়েছে।