কুসিক নির্বাচন ১৫ জুন।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ মে। সোমবার (২৬ এপ্রিল) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকালে ইসির দ্বিতীয় কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। এতে কুমিল্লা সিটি নির্বাচন, আটকে থাকা ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন বিষয়ে আলোচনা হয়। সভায় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ১৫ জুন কুমিল্লা সিটি, ৬ পৌরসভা, ১টি উপজেলা ও ১৩৫টি ইউপিতে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৯ মে এবং প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। কুমিল্লা সিটিতে ইভিএমে ভোট হবে বলেই জানান তিনি।